আমাদের অর্জৃন সমুহঃ- যুবদের প্রশিক্ষন ও আত্মকর্মৃসংস্থানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচনের লক্ষ্যে যুবদেরউদ্ধুদ্ধকরন, প্রশিক্ষন প্রদান, প্রশিক্ষনোত্তর ঋন সহায়তা ও আত্নকর্মসংস্থানের নিমিত্তে লৌহজং উপজেলায় শুরু থেকে ডিসেম্বর/২২খ্রিঃ পর্যন্ত ১০৫২জন বেকার যুব ও ৪৪৬৪জন বেকার যুব মহিলাকে প্রশিক্ষন প্রদান করা হয় । প্রশিক্ষন প্রাপ্ত যুবদের মাঝে ৯৯৮ জনকে এই পর্যৃন্ত ৩,৩০৪৭,০০০/- টাকা যুব ঋন সহায়তা প্রদান করা হয় এবং ৪৪৭৮ জনকে আত্নকর্মী হিসেবে গড়ে তোলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস